শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাগার থেকে পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে এই কারাভানসারেই

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ 

news-image

ইরানের সাফাভিদ যুগের (১৫০১-১৭৩৬) একটি কারাভানসারেই ফের পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ঐতিহাসিক কাঠামোটি। এটি অবস্থিত উত্তর-কেন্দ্রীয় সেমনান শহরে। কারাগার বন্ধ করে স্থাপনাটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আব্বাসি কারাভানসারেই ১৯৭৩ সালে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হয়। স্থাপনাটি পুরোপুরি পুনরুদ্ধার শেষে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। সোমবার আইআরএনএ এই প্রতিবেদন প্রকাশ করেছে।

মাটির ইটের তৈরি কাঠামোটির নামকরণ করা হয় তৎকালীন শাসক শাহ আব্বাস দ্যা গ্রেটের (১৫৮৮-১৬২৯) নামে। সেসময় তিনি দেশজুড়ে এই ধরনের স্থাপনা নির্মাণ করার নির্দেশ দেন। সূত্র: তেহরান টাইমস।