শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারবালায় বন্দি নবীবংশের নারী ও শিশুদের স্মরণে তেহরানে তাজিয়া শোভাযাত্রা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০১৮ 

news-image

কারবালার মরুপ্রান্তরে আশুরা বা ১০ মহররমের দিনে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন সাথি। বন্দি হন নবী পরিবারের সম্মানিত নারী এবং শিশুরা। নবী পরিবারের পবিত্র নারীদের খিমা তার আগে করা হয়েছে লুট। পুড়িয়ে দেয়া হয়েছে। সেখান থেকে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয় শাম মানে আজকের সিরিয়ার পথে।

নবী বংশের এ বন্দিদের স্মরণে তেহরানে প্রতি বছরের মতো  ১৩ মহররম বের করা হয় তাজিয়া শোভাযাত্রা।  নবী বংশের পবিত্র নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শোভাযাত্রায় তাজিয়া বহন করেন ইরানি নারীরা। তাজিয়া বহনকারী কোনো কোনো নারী খালি পায়েও ছিলেন। এ ছাড়াশোক শোভাযাত্রায় ছিল অনেক উট এবং ঘোড়া এবং বিশালকায় পতাকা। পার্সটুডে।