বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারবালায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়েছে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০১৯ 

news-image

ইরাকের কারবালায় আশুরার শোক পালনের সময় ভিড়ের চাপে ও পদদলিত হয়ে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ ঘটনায় মঙ্গলবার রাতে এক শোকবার্তায় ইরাকের সরকার ও জনগণকে গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি হতাহতদের পরিবারবর্গের প্রতি ইরানের সরকার ও জনগণের শোক ও সমবেদনা প্রকাশ করে এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

 ইরাকের কারবালায় ইমাম হোসেইন (আ.)’র মাজারে  (মঙ্গলবার) আশুরার শোক পালনের সময় ভিড়ের চাপে ও পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও ১০০ জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যার আরো বাড়তে পারে বলে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে।

মঙ্গলবার পদদলিত হওয়ার ঘটনার সময় ৪০ লাখেরও বেশি মানুষ কারবালায় অবস্থান করছিলেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে ইরাকি পুলিশ জানিয়েছে। পার্সটুডে।