রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারবালার শহীদদের স্মৃতি বৃহত্তর সামাজিক ঐক্যের কারণ: হাজ্জ আলি আকবারি

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২৩ 

news-image

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: হজরত আবা আবদুল্লাহ (আ.) এর নাম এবং কারবালার শহীদদের স্মৃতি সমাজে বৃহত্তর ঐক্যের কারণ। এই পতাকাতলে অন্তর ও চিন্তার ঐক্যও তৈরি হয়।

তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় খতিব হোজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলি আকবারি শুক্রবার এ কথা বলেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে জুমা ও আশুরা একই দিনে হবার প্রসঙ্গ উল্লেখ করে আলি আকবারি বলেন: কারবালার শহীদদের স্মৃতি অন্তরে চিরকালের জন্য আধ্যাত্মিকতা ও সতেজতা এনে দেয়।

আশুরার দিনটিকে আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)-এর পথ ও আদর্শকে সমুন্নত রাখার জন্য অঙ্গিকার নবায়নের দিন বলে অভিহিত করেন হাজ্জ আলী আকবরী। যে পথ ইরানের প্রিয় জাতির সামনে উন্মুক্ত হয়েছে। এই পথ সম্মান, আল্লাহর বন্দেগিতে ফেরা, রাসূলের ইতরাত ও কুরআনকে আঁকড়ে ধরার পথ বলে উল্লেখ করেন খতিব।

তিনি আরও বলেন: ইসলামের শত্রুরা পবিত্র কুরআন অবমাননা করে ধর্মের অনুসারীদের মাঝে দুইটি মেরু তৈরি করতে চায়। কিন্তু তাদের লক্ষ্য অর্জিত হয় নি কারণ মুসলমানরা সকল ধর্মগ্রন্থকেই সম্মান করে।

বিশিষ্ট এই আলেমে দ্বীন আরও বলেন: শত্রুরা ইসলাম-ভীতি প্রচার করে জনগণকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। কিন্তু তাদের পরিকল্পনা হিতে বিপরীত হয়েছে, তাদের ভূখণ্ডেই এখন ইসলামের প্রচার প্রসার বেড়ে গেছে। পার্সটুডে/