কারবালার পথে লাখো মুসলিমের পদযাত্রা
পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৬

ইরাকের পবিত্র শহর কারবালায় ইমাম হোসাইনের শাহাদাত বার্ষিকীর চল্লিশতম দিনে আরবাইনে যোগ দেয়ার জন্যে লাখো মুসলমান পদযাত্রা শুরু করেছেন। সপ্তম শতাব্দীতে কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের শাহাদাত এবং তার ত্যাগ ও শিক্ষাকে শ্রদ্ধা জানাতেই মুসলমানরা প্রতি বছর আরবাইনে যোগ দেন।
ইমাম হোসাইনকে ভালোবেসে তাদের এ দীর্ঘ পযযাত্রায় সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকলেও ধারাবাহিক এ যাত্রা কখনো থেমে থাকেনি। গত সোমবার আইএস জঙ্গিরা কারবালা ও ফালুজায় আরবাইনে যোগ দিতে আসা মানুষের ওপর হামলা চালিয়ে অন্তত ৬ ব্যক্তিকে হত্যা করেছে। আরবাইনে যোগ দিতে আসা ৫৬ বছর বয়স্ক সাত্তার হোসাইন বলেন, আমরা এ দীর্ঘপথ অতিক্রম করছি, সন্ত্রাসীদের ভয়ে ভীত নই, যারা আরবাইনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা করে থাকে তারা কখনো আমাদের এ যাত্রাকে রুখতে পারবে না।
মুহররম মাসে ইমাম হোসাইনের ৭২ জন অনুসারীর ওপর নির্যাতন ও যে হত্যাযজ্ঞ নেমে এসেছিল এবং সত্যের আদর্শ রক্ষায় যে ত্যাগ ইমাম করে গেছেন বিশ্বের মুসলমানরা তা স্মরণ করেন। মুহররমের ১০ম দিন যা আশুরা নামে পরিচিত এদিন মানবেতিহাসের এ জঘন্য হত্যাকাণ্ড ঘটায় ইয়াযীদ বাহিনী। এর ৩৯ দিন পর প্রতি বছর আরবাইন পালিত হয়। সূত্র: প্রেসটিভি