রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাবাডিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ইরানের দাপুটে জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০১৯ 

news-image

জুনিয়র কাবাডি বিশ্বকাপে মালয়েশিয়ার বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ইরানি জুনিয়র কাবাডি দল। ইরানের কিশ দ্বীপে এবার টুর্নামেন্টটির প্রথম আসর বসেছে। বুধবার বিকেলে জুনিয়র কাবাডি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়াকে ৭০-২৯ ব্যবধানে পরাজিত করে স্বাগতিক ইরান। 

মালয়েশিয়ার বিরুদ্ধে  জয় ঘরে তুলে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইরানের জুনিয়র দল। কোয়ার্টারে তাইওয়ানের বিরুদ্ধে খেলবে দলটি।

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) আয়োজনে ইরানের কিশ দ্বীপে ৯ নভেম্বর প্রথমবারের মতো জুনিয়র কাবাডি বিশ্বকাপ শুরু হয়। 

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের নক-আউট পর্বে মাঠে নামে ইরান, থাইল্যান্ড, পাকিস্তান, ডেনমার্ক, বাংলাদেশ, চীন তাইপেই, কিনা এবং শ্রীলঙ্কা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।