কান উৎসবে গ্র্যান্ড প্রিক্স জয় করলো ইরানি ছবি ‘অ্যা হিরো’
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২১
ফ্রান্সের ২০২১ কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স জয় করলো আসগার ফারহাদি নির্মিত ইরানি ছবি ‘অ্যা হিরো’’। চলচ্চিত্রটি জুহো কিউসমানেন এর ‘কমপার্টমেন্ট নং ৬’ এর সাথে যৌথভাবে এই পুরস্কার লাভ করেছে।
কান চলচ্চিত্র উৎসবের এবারের ৭৪তম আসর ৬ জুলাই শুরু হয়ে পর্দা নামে ১৭ জুলাই। উৎসবের পরিচালক অলিভার স্টোন ওই দুই ছবির পরিচালককে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড তুলে দেন।
‘অ্যা হিরো’ চলচ্চিত্রে রহিম চরিত্রের গল্প তুলে ধরা হয়েছে। ঋণ পরিশোধ করতে না পারায় তাকে কারাবন্দি থাকতে হয়। আমেরিকায় ইরানি ছবিটির বিপণনের অধিকার পেয়েছে অ্যামাজোন স্টুডিওজ।
‘অ্যা হিরো’ তে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবানদেহ, রানা আজাদিভার, ফেরেশতেহ সাদর ওরাফাই এবং সারিনা ফারহাদি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।