কানে সিনেফন্ডেশন পুরস্কার জিতলো ইরানের `অ্যানিমেল’
পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/05/2472815.jpg)
কান চলচ্চিত্র উত্সবের ৭০তম আসরে সিনেফন্ডেশন পুরস্কার জিতলো ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অ্যানিমেল’। বাহরাম ও বাহমান আর্ক পরিচালিত ছবিটি এবারের আয়োজনের ২০তম সিনেফন্ডেশন বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছে। ‘সিনেফন্ডেশন’ মূলত শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ।
শনিবার আয়োজকেরা এই ঘোষণা দিয়েছেন।
৭০তম আসরের সিনেফন্ডেশনে প্রথম পুরস্কার জিতেছে বেলজিয়াম তরুণী ভ্যালেন্টিনা মরেল পরিচালিত ‘পল ইজ হিয়ার’। এতে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো। এই বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ফ্রান্সের টমাসো উসবার্টি পরিচালিত ‘টু ইয়থস ডাইড’।
আগামী মঙ্গলবার প্যারিসের সিনেমা দ্য প্যানথিনে বিজয়ী চলচ্চিত্রগুলো দেখানো হবে। এছাড়া বুধবার ও বৃহস্পতিবারে সিনামাথিক ফ্রঁসজে কনফন্ডেশন বিজয়ী সকল ছবি দেখানো হবে।
কান চলচ্চিত্র উত্সবের সিনেফন্ডেশন বিভাগের ২০তম আসরে জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬২৬টি ফিল্ম স্কুলের ২ হাজার ৬০০টি ছবি। এরমধ্যে থেকে নির্বাচিত হয় ১৬টি চলচ্চিত্র। সেখান থেকে বিচারকরা নির্বাচন করেন এ তিনটি ছবি।
সূত্র: তেহরান টাইমস ও ফিনানসিয়াল ট্রিবিউন।