বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কানে ‘উন সার্টেন রিগার্ড’ পুরস্কার জিতলো ইরানি ছবি

পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৭ 

news-image

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মাদ রাসুলফ পরিচালিত ‌’এ ম্যান অব ইন্টেগ্রিটি’ ৭০তম কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে শীর্ষ পুরস্কার জয় করেছে। শনিবার এবারের আসরের ‌’উন সার্টেন রিগার্ড’ ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

‘উন সার্টেন রিগার্ড’ ক্যাটাগরিতে তরুণ প্রতিভা ও সৃজনশীল চলচ্চিত্র তৈরির স্বীকৃতি দেয়া হয়।

উৎসবের এই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইতালি অভিনেত্রী জেসমিন ট্রিনকো। তিনি সার্জিও ক্যাস্টেলিট্টো পরিচালিত ‘লাকি’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টেইলর শেরিডান তার পরিচালিত চলচ্চিত্র ‘উইন্ড রিভারে’র জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

এছাড়া ফ্রান্সের ম্যাথিউ অ্যামালরিক পরিচালিত ‘বারবারা’ সেরা কাব্যিক বর্ণনার ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এবং মেক্সিকোর মাইকেল ফ্রান্সো পরিচালিত ‘এপ্রিল’স ডটার’ জুরি পুরস্কার পেয়েছে।

২০১৭ সালের কান চলচ্চিত্র উৎসবের ‘উন সার্টেন রিগার্ড’ বিভাগে  ২২ টি দেশের ১৮টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৬টি চলচ্চিত্র তাদের নির্মাতাদের প্রথম সৃষ্টি। সূত্র: তেহরান টাইমস।