মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কানের জুরিতে স্থান পেলেন ইরানের ফারহাদি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২২ 

news-image

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত ইরানি পরিচালক আসগর ফরহাদি। তিনি এই বছরের পালমে ডি’অর বিজয়ী নির্বাচনে অন্যতম জুরি সদস্য হিসেবে কাজ করবেন। ২০২২ কান চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে এই  ঘোষণা দেয়া হয়েছে।কানের প্রতিযোগিতা বিভাগে জুরি সদস্য হিসেবে থাকবেন পাঁচজন পুরুষ এবং চারজন নারী। তারা এই বছরের পালমে ডি’অর সম্মাননা বিজয়ীদের বাছাই করবেন।হলিউড রিপোর্টার ওয়েবসাইটের তথ্যমতে, অভিনেতা রেবেকা হল, নুমি রেপেস এবং দীপিকা পাড়ুকোন এবং পরিচালক আসগর ফারহাদি, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ার এই বছরের কান ২০২২ প্রতিযোগিতা বিভাগের জুরিতে থাকবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।