শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কানাডীয় চলচ্চিত্র উৎসবে ইরানের ‘বুমেরাং’

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৭ 

news-image

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বুমেরাং’। এর আগে সাত মিনিটের ছবিটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

‘বুমেরাং’ ছবিটি পরিচালনা করেছেন ফারসি চলচ্চিত্র নির্মাতা দারিউশ রেজায়ি। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফেইক ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এবার ছবিটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোন্নয়ন পেয়েছে।

কানাডীয় এই চলচ্চিত্র উৎসবের লক্ষ্য অপেশাদার চলচ্চিত্র নির্মাতা, ছাত্র বিষয়ক চলচ্চিত্র এবং সেইসাথে পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করা। ‘বুমেরাং’ একটি সামাজিক রম্যনাটক যেখানে সাত মিনিটের মধ্যে পরিবারের সদস্যদের পরস্পরের ভুল বোঝাবুঝির ঘটনা তুলে ধরা হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি।