রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কানাডায় সেরা শর্ট ফিল্মের পুরস্কার জিতল ‘ডোন্ট ব্রিথ’

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২২ 

news-image

কানাডার রেজিনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ইরানি ছবি ‘ডোন্ট ব্রিথ’।মিলাদ নাসিমসোভনের এই ছবিতে ভিন্নমতাবলম্বীদের উপর শাসক গোষ্ঠির ক্রমবর্ধমান অত্যাচার এবং নিপীড়নের দৃশ্য তুলে ধরা হয়েছে। নিপীড়িত জনগণ যখনই শ্বাস নেয় দম বন্ধ করতে তখনই ধোঁয়া ছাড়া হয়। ক্ষমতাসীনদের এজেন্টরা তাদের যেখানেই খুঁজে পায় তাদের ধরে নিয়ে যায়। তাই জীবনের গতিপথ পরিবর্তন করে ভাল জীবনের জন্য ভাল কোনো দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয়।সাসকাচোয়ানের রেজিনাতে অনুষ্ঠিত উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় রবিবার।এতে জার্মান পরিচালক লরা লেহমাসের ‘সুইট ডিজাস্টার’  সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

সূত্র: তেহরান টাইমস।