কানাডায় মুসলিম উৎসবে দেখানো হলো ‘ট্রেইন দ্যাট নাইট’
পোস্ট হয়েছে: অক্টোবর ৭, ২০২১

কানাডায় অনুষ্ঠিত মুসলিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো হামিদ রেজা ঘোতবি পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘ট্রেইন দ্যাট নাইট’ ও সাদেক দাগহিগহাই পরিচালিত ‘মোরদেহহোর’।
টরোন্টোতে অনুষ্ঠিত মুসলিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার চলচ্চিত্র বিভাগে দেখানো হয় ইরানি এই দুই ছবি। গত ১লা থেকে ২ অক্টোবর এই উৎসব অনুষ্ঠিত হয়।
এর আগে ‘ট্রেইন দ্যাট নাইট’ জার্মান, স্পেনিশ, গ্রিক, ভারতীয় ও চায়না চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। আর ‘মোরদেহহোর’ অংশ নিয়েছে ভারতীয় কয়েকটি চলচ্চিত্র উৎসবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।