কানাডার ক্লোজ-আপ উৎসবে যাচ্ছে ছয় ইরানি স্বল্পদৈর্ঘ্য
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4064394.jpg)
কানাডার কোকুইটলামে ক্লোজ-আপ চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছয়টি প্রশংসিত ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। মার্চ মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের প্রথম পর্বের একটি বিশেষ প্রোগ্রামে ছবিগুলো পর্যালোচনা করা হবে।
“ফোকাস অন ইরানি শর্ট ফিল্মস” শীর্ষক বিশেষ প্রোগ্রামে ইরানি ছবি “আর ইউ ভলিবল”, “রিটাচ”, “লাঞ্চ টাইম”, “আদামহা” (মানুষ), “ক্লাউডি চিলড্রেন” এবং “অ্যানিমেল” দেখানো হবে। কোকুইটলাম পাবলিক লাইব্রেরির সিটি সেন্টার শাখার সহযোগিতায় উৎসব আয়োজিত হবে। প্রতিটি ছবি দেখানোর পর একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। এতে চলচ্চিত্র নির্মাতা এবং সমালোচকরা উপস্থিত থাকবেন। সূত্র: তেহরান টাইমস।