কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের জন্য ফিট সরদার আজমুন
পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/11/4233618.jpg)
২০২২ ফিফা বিশ্বকাপের গ্রুপ বি-তে সোমবার ইংল্যান্ডের সাথে ইরানের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য ফিট রয়েছেন সরদার আজমুন।বিখ্যাত এই ইরানি ফুটবলার জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেন। তিনি অক্টোবরের শুরুতে একটি পেশী ছিঁড়ে ফেলেন এবং ২১ নভেম্বর কাতারে ইংল্যান্ডের বিরুদ্ধে ইরানের টুর্নামেন্টের প্রথম ম্যাচের জন্য ফিট হওয়ার লড়াইয়ের মুখোমুখি হন।অক্টোবরের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে পোর্তোর বিপক্ষে খেলার সময় পেশীতে চোট পান আজমুন।দল বি গ্রুপে ইংল্যান্ড, ওয়েলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানও ২৫ নভেম্বর ওয়েলসের সাথে মুখোমুখি হবে এবং চার দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলবে দেশটি। সূত্র: তেহরান টাইমস।