বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের এক ধাপ কাছে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০২২ 

news-image
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের অচলাবস্থায় ইরান ফুটবল দল ২০২২ ফিফা বিশ্বকাপের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনের এক ধাপ আগে রয়েছে।
ইরান কাতার বিশ্বকাপের ওপেনিংয়ে ইংল্যান্ডের কাছে ৬-২ ব্যবধানে হেরেছে। টিম মেল্লি ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলবে। আর এই ম্যাচে জিতলে শেষ ষোলতে পৌঁছে যাবে দলটি। 
গ্যারেথ সাউথগেটের দল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ০-০ গোলে ড্র করায় ইংল্যান্ড বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা নিশ্চিত করার সুযোগ হাত ছাড়া করেছে।
 এদিকে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। ওয়েলসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ খেলায় ড্র করলে ইংল্যান্ডের নকআউট পর্বে অগ্রগতি নিশ্চিত হবে। এখানে একটি জয় পেলে প্রথম স্থান অধিকার করবে।
আমেরিকার বিপক্ষে ম্যাচটি ইরানের জন্য সহজ হবে না। কারণ আমেরিকান দল ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে, তারা হারানোর দল। তবে এই ম্যাচে ইরানি সমর্থকরা কী চায় তা কোচ কার্লোস কুইরোজ ভালো করেই জানেন। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারলে তিনি ভক্তদের মন জয় করতে পারবেন তাতে সন্দেহ নেই। সূত্র: তেহরান টাইমস।