কাতার বিশ্বকাপের দর্শক টানতে চায় ইরানের বুশেহর
পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২২

বছরের শেষ দিকে কাতারে শুরু হতে যাচ্ছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় এই আসর সামনে রেখে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর সমাগম ঘটবে দেশটিতে। কাতারের খুব কাছাকাছি অবস্থিত প্রতিবেশী দেশ ইরানের বুশেহর প্রদেশ। নভেম্বর এবং ডিসেম্বরে বিশ্বকাপ খেলা দেখতে আসা এসব ফুটবলভক্তদের নিজ পর্যটনের মোহে আকৃষ্ট করতে চায় ইরানি প্রদেশটি।
শুক্রবার বুশেহর প্রদেশের পর্যটন প্রধান ড. ইসমায়েল সাজ্জাদিমানেশ বলেছেন, ‘পর্যটক আকৃষ্টের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়ে সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের সাথে ধারাবাহিক আলোচনা হয়েছে। প্রদেশের পক্ষ থেকে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর সময় ফুটবল ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুতির কথা ঘোষণা করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার। তিনি বলেন, অন্যান্য ইরানি প্রদেশের তুলনায় বুশেহর কাতার থেকে সবচেয়ে কম দূরত্বে অবস্থিত। আমরা বিশ্বকাপের সময় বুশেহর থেকে কাতার পর্যন্ত যাত্রীবাহী যান চালানোর পরিকল্পনা করছি। এলামাইট, আচেমেনিড, পার্থিয়ান এবং সাসানিদের যুগসহ ৬ হাজার বছরের বেশি পুরনো ইতিহাস এবং উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভে পরিপূর্ণ বুশেহর। বর্তমানে এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সাজ্জাদিমানেশ বলেন, বুশেহর থেকে কাতারে যাত্রীদের যাতায়াতের জন্য দুটি এয়ারলাইন্সের সাথেও আলোচনা হয়েছে এবং এই পরিষেবাগুলো বিশ্বকাপ শুরুর আগেই চালু হবে। বুশেহরের ঐতিহাসিক এবং স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ইসলামি ভবন যেমন মসজিদ এবং প্রার্থনা কেন্দ্র, প্রাসাদ, পুরাতন টাওয়ার, দুর্গ এবং সেইসাথে রয়েছে দৃষ্টিনন্দন বাগান। এছাড়াও অত্যাশ্চর্য সৈকত এবং খেজুর গাছের লতাপাতা প্রদেশটিকে বিশ্ব ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। গত সপ্তাহে বন্দর এবং সামুদ্রিক সংস্থার (পিএমও) প্রধান আলি-আকবর সাফাই বলেন, ইরান বিশ্বকাপ প্রতিযোগিতার সময় কাতার থেকে যাত্রীবাহী যান পরিচালনার কথা বিবেচনা করছে। তিনি বলেন, ‘ইরানের ফুটবল ভক্তদের কাতার ভ্রমণে নৌপথে যাতায়াত সুবিধা দেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, ‘পর্যটক এবং বিশ্বকাপ দলের ভক্তদের নিরাপদ পরিবহনের জন্য উন্নত মানের জাহাজ থাকবে এবং এসব জাহাজে ভালো সেবা দেয়া হবে। বর্তমানে বুশেহর, খুজেস্তান এবং হরমোজগান প্রদেশের যাত্রী বন্দরগুলিতে এসব সুবিধা রয়েছে বলে জানান তিনি। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে বিশ্বের এই বড় প্রতিযোগিতার সময় প্রতিবেশী কাতার থেকে দর্শকদের আকর্ষণ করার জন্য বিনামূল্যে ভিসা দেওয়ার কথা ভাবছে। পর্যটন মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি বলেন, ইরানকে অবশ্যই আসন্ন কাতার বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে দেশকে সঠিকভাবে উপস্থাপন করার বিশাল সুযোগ নিতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক ভ্রমণকারী, যাদের বেশিরভাগ তরুণ, কাতারে বিশ্বকাপে অংশ নিতে আসবে। দেশের পর্যটন আকর্ষণগুলোকে সঠিকভাবে তাদের কাছে তুলে ধরা এটি আমাদের জন্য একটি ব্যতিক্রমী সুযোগ। বর্তমান ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা ইরান ২১ নভেম্বর কাতারে পঞ্চম র্যাঙ্কিংয়ে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৫ নভেম্বর ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনের মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপ থেকে অসংখ্য পর্যটন স্পট যেমন : বাজার, জাদুঘর, মসজিদ, সেতু, বাথহাউস, মাদ্রাসা, সমাধি, গির্জা, টাওয়ার এবং প্রাসাদের মাধ্যমে একটি সুফল ঘরে তুলবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এসব দর্শনীয় স্থানের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে ২৬টি স্থানের নাম। সূত্র: তেহরান টাইমস।