মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতার বিশ্বকাপের দর্শকদের বিনামূল্যে ভিসা দেবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২২ 

news-image

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে সরকারের অনুমোদনের জন্য একটি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিকল্পনাটি অনুমোদন পেলে বিশ্বকাপের জন্য কাতারে আসা বিদেশি দর্শকরা বিনামূল্যে ভিসা পেয়ে ইরান ভ্রমণ করতে পারবেন। সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সোমালিয়া এবং শ্রীলঙ্কার নাগরিক ব্যতীত ২০২২ বিশ্বকাপের জন্য কাতার সফরকারী সব বিদেশি দর্শক এই পরিকল্পনার আওতায় পড়বে।প্রতিবেদনে আরও বলা হয়, এই স্কিমের অধীনে ইস্যু করা ভিসা নিয়ে দুই মাস ২০ দিন বৈধভাবে ইরানে থাকা যাবে এবং দর্শনার্থীরা এক, দুই বা একাধিকবার প্রবেশের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিকদের অতিরিক্ত নথিপত্র সরবরাহ ছাড়াই ইরানে যাওয়ার জন্য বিনামূল্যে ভিসা দেওয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।