কাতার এসসির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আলি কারিমি
পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০
কাতার এসসির সাথে চুক্তি সই করতে যাচ্ছেন ইরানি মিডফিল্ডার আলি কারিমি। খুব নিকটেই চুক্তিটি সই হবে বলে জানা গেছে।
কারিমি এখনও ইসতেগলাল ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়াননি। অন্যদিকে জানা যায়, সেপাহান, পারসেপোলিস ও তুরস্কের কিছু দলের সাথে যোগাযোগ রয়েছে গত দুই বছর যাবত প্রভাব বিস্তারকারী এই খেলোয়াড়ের।
এরআগে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছিলেন, তিনি দেশের বাইরে খেলতে পছন্দ করেন।
প্রতিবেদন মতে, কারিমি ও কাতার এসসি প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছে । এখন সে কোভিড-১৯ এর নেগেটিভ ফলের অপেক্ষা করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।