কাতারে ৫ গুণ রপ্তানি বেড়েছে ইরানের
পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৮

প্রতিবেশী আরব দেশ কাতারে ইরানের রপ্তানি বেড়েছে ৫ গুণ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বৈদেশিক বাণিজ্য নিয়ে শুল্ক প্রশাসনের সর্বশেষ এই পরিসংখ্যান মতে, ইরান চলতি ফারসি বছরের (১৩৯৭) প্রথম দুই মাসে কাতারে ২ লাখ ১৬ হাজার ৫৫৮ টন মালামাল রপ্তানি করেছে। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৭ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ইরানি বছরের প্রথম দুমাসে কাতারে মাত্র ১ লাখ ৩১ হাজার ৮১৪ টন মালামাল রপ্তানি করেছিল ইরান। যা থেকে দেশটির আয় হয় ৮ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
গেল বছর মূল্যের দিক দিয়ে ইরানের মোট রপ্তানির দশমিক ১৪ শতাংশ রপ্তানি হয়েছে কাতারে। তবে চলতি বছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিবেশী আরব দেশটিতে ইরানের রপ্তানি বেড়েছে প্রায় ৫ গুণ তথা ৪৩৫ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।