শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতারে ইরানের রপ্তানি বেড়েছে ৮১ শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৮ 

news-image

ইরান থেকে কাতারে রপ্তানি বেড়েছে ৮১ শতাংশ। চলতি ইরানি বছরের (ফারসি ১৩৯৭ সাল) প্রথম ৫ মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে। ইরানের শুল্ক প্রশাসনের (আইসিএ) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

আইসিএ এর তথ্যমতে, বছরের ওই প্রথম পাঁচ মাসে ইরান থেকে কাতারে সর্বমোট ৬ লাখ ২৪ হাজার ৮৪০ টন মালামাল রপ্তানি হয়েছে। এ থেকে দেশটির আয় হয়েছে ১১ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বিগত বছরের একই সময়ের তুলনায় দেশটির রপ্তানি বেড়েছে ৮১ দশমিক ২৭ শতাংশ।

পরিসংখ্যানে আরও দেখা যায়, উল্লিখিত সময়ে কাতারে যে পরিমাণ রপ্তানি হয়েছে তা ইরানের মোট রপ্তানির ওজনের দিক দিয়ে ১ দশমিক ৩৫ শতাংশ ও মূল্যের দিক দিয়ে দশমিক ৬২ শতাংশ। সে অনুযায়ী, ইরানি পণ্যসামগ্রীর রপ্তানি গন্তব্যের মধ্যে ২০তম অবস্থানে রয়েছে কাতার।

ইরান থেকে কাতারে যেসব পণ্যসামগ্রী রপ্তানি হয়ে থাকে তার মধ্যে আয়রন, কাঠের জিনিসপত্র, হোয়াইট পোর্টল্যান্ড সিমেন্ট, সবজি, মিষ্টান্ন সামগ্রী, হেনা, গোলাপজল, বিভিন্ন ধরনের ফল, চিনি এবং ঘন চিনি, বিটুমেন, ইস্পাত প্রোফাইল টিউব, গবাদি পশু উল্লেখযোগ্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি।