শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতারের সঙ্গে সরাসরি নৌ-রুট স্থাপন করছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০১৭ 

news-image

‘অ-তেল বাণিজ্যে’র সম্প্রসারণে কাতারের সঙ্গে সরাসরি নৌ-রুট স্থাপনের পরিকল্পনা করছে ইরান। এ পরিকল্পনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে পারস্য উপসাগরীয় বন্দর বুশাহর থেকে কাতার পর্যন্ত একটি সামদ্রিক রুট প্রতিষ্ঠা করা হবে। পরিকল্পনাটি হাতে নিয়েছে ইরানের ভালফাজর শিপিং কোম্পানি।

বুশাহর বন্দর ও ম্যারিটাইম অর্গানাইজেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইরনা।

খবরে বলা হয়, প্রতিবেশী আরব দেশটির সঙ্গে ‘অ-তৈল বাণিজ্য’ সম্প্রসারণের লক্ষ্যে নৌ-রুটটি স্থাপন করা হবে। এতে করে ইরান কাতারে শিপমেন্টের জন্য রেফ্রিজারেটর কন্টেইনার ব্যবহার করতে পারবে।

গ্যাস-সমৃদ্ধ কাতারের ২৬ লাখ মানুষের বসবাস। গত মাসে সৌদি আরব ও তার মিত্ররা সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে। তখন থেকেই দেশটিতে নৌকা ও বিমানযোগে খাবার রফতানি করে আসছে ইরান।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।