কাতারের আমিরের কাছে বার্তা পাঠালেন ইরানের প্রেসিডেন্ট
পোস্ট হয়েছে: জুন ১৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/06/4bmy2b467dae8as0gg_800C450.jpg)
কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি’র কাছে বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। রোববার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়ে বার্তা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। তিনি তার বার্তায় আলোচনার মাধ্যমে তথা রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন জাবেরি আনসারি কাতারের আমিরের কাছে প্রেসিডেন্ট রুহানির বার্তা পৌঁছে দিয়েছেন।
সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই ইরান সমস্যা মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে আসছে। ইরান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৌদি আরব রমজান মাসে কাতারে খাদ্য সরবরাহ বন্ধ করে দিলেও ইরান দেশটিতে খাদ্য সরবরাহ করছে। সূত্র: পার্সটুডে।