কাজান উৎসবে দুই ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০১৮

রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতেছে দুই ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি। কাজান যুব চলচ্চিত্র উৎসবের এবারের ১০ম আসরে এই অ্যাওয়ার্ড লাভ করে ওই দুই ছবি। পুরস্কার বিজয়ী ইরানি দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ‘ইট রেইনস স্লোলি’ ও ‘মারলন’।
১০ম কাজান যুব চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রকার সাইদ নেজাতি পরিচালিত শর্ট ফিল্ম ‘ইট রেইনস স্লোলি’ সেরা দেশপ্রেমী চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জয় লাভ করে। অন্যদিকে, নির্মাতা ডোরনাজ হাজিহার পরিচালিত ‘মারলন’ স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করে।
‘ইট রেইনস স্লোলি’ ছবিটিতে এক শিক্ষকের কাহিনী তুলে ধরা হয়েছে। যিনি তার ছাত্রদের স্বাধীনতা সম্পর্কে এবং কিভাবে অবিচার প্রতিহত করা যায় সে বিষয়ে শিক্ষা দেন।
কাজান আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসবের এবারের দশম আসর ৪ সেপ্টেম্বর শুরু হয়। উৎসবের পর্দা নামে ৬ সেপ্টেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।