বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাজভিনের পর্বতমালায় দেখা মিললো ফারসি চিতার

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১ 

news-image

ইরানের কাজভিন প্রদেশের পর্বতমালায় দেখা মিললো ফারসি চিতার। প্রদেশের কাজভিন কাউন্টির কেন্দ্রীয় জেলার আকবারাবাদ গ্রামের উঁচ্চভূমিতে প্যান্থারটির দেখা পাওয়া যায়। কাজভিন প্রদেশের পরিবেশ দপ্তরের এক কর্মকর্তা রোববার এই তথ্য জানান।

মেহদি তাহেরি জানান, এর আগে এই অঞ্চলে প্রাণীটির পদচিহ্ন পাওয়ার পর এবং চলতি বছরে প্রখমবারের মতো প্যান্থারটি দেখতে পাওয়া গেলো।

এরআগে ২০২০ সালের এপ্রিলে রাজধানী তেহরানের উত্তরপূর্ব অংশের ফিরুজকুহ কাউন্টির পাহাড়ি আবাসস্থলে তিনটি ফারসি চিতা ও একটি পাল্লাস বিড়ালের দেখা মিলে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর বিপন্ন প্রাণীর তালিকায় ফারসি চিতা ও পাল্লাস বিড়ালের নাম রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি