কাঙ্ক্ষিত সেই নাবিক এলেই
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০১৮
আমিন আল আসাদ
[কবি ফররুখ আহমদ মানবতার মুক্তির জন্য একজন সঠিক নেতা তালাশ করে গেছেন আজীবন। তিনি তাঁর বিভিন্ন কবিতায় কখনো সিন্দাবাদ, পাঞ্জেরী, নাবিক, মাঝি, হাতেম তাঈ ইত্যাদি রূপকার্থে যেসব মুক্তিদাতা নেতা অন্বেষণ করে গেছেন ইসলাম ও মানবতার মুক্তির জন্য ও সত্যিকার ইনসাফ ও ন্যয়ের সুবাতাস বইয়ে দেয়ার জন্য, তিনি ইমাম মাহদী (আ.) ছাড়া আর কেউ নন। কারণ, গোটা দুনিয়া এখন একজন ত্রাণকর্তার জন্য অপেক্ষায় আছে। আর কে না জানে একমাত্র ইমাম মাহদী (আ.) ছাড়া বিরাজমান পৃথিবীতে সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলা আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। একমাত্র তাঁর সুশাসনই পৃথিবী দেখার অপেক্ষায় রয়েছে।
বাংলা সাহিত্যে কবি ফররুখ আহমদকে বলা হয় ‘ইসলামি রেনেসাঁর কবি’। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা সাহিত্যের পাঠকদের জন্য নিম্নের কবিতাটি পেশ করা হলো। ]
দুয়ারে সাপের গর্জন থামে নি তো
আঁধার সাগরে ডুবছে আলোর রেখা
ম্লান পাণ্ডুর হয়ে গেছে সব সম্ভাবনার রঙ
মুখ থুবড়ে পরে আজো পচা বিবেকের লাশ
মতভেদের সীমান্তে মরে মাঝি-মাল্লার দল
রাত্রি গভীরে শত্রুরা বোনে যত ভেজালের বীজ
চোরা পাহাড়ে চৌচির হয় আস্থার পাটাতন
স্বজাতির সব নাবিক আজ ভুল পথে ধরে হাল
দিব্যি আয়েশে শ্রান্তির ঘুমে ছাড়ে সুখ-নিঃশ্বাস
জেহাদের মাঝে খোঁজে না তো ওরা পরম জিন্দেগানী
নিশ্ছিদ্র সীসার প্রাচীর আজ ক্ষতবিক্ষত
সোনালি যুগের নাবিকের মতো হয় না আত্মীয়তা
কমে না তো ঋণ উচ্ছৃঙ্খল রাত্রির, বাড়ে দেনা
আদর্শ স্রােতে ধৌত করেও রক্তধারার পাপ-
ঘোচে না এবং সরে না আঁধার মনের পঙ্কিলতা
চায়ের টেবিলে বেড়ে গেছে আজ স্বার্থের সংলাপ
সার্বিয় রোদ ইহুদি দাপট গ্রাস করে মরুভূমি
তবুও আমরা স্বপ্ন দেখছি, দেখছি হেরার রাজতোরণ
তবুও আমরা বসে আছি সেই নাবিকের পথ চেয়ে
কাঙ্ক্ষিত সেই নাবিক এলেই দূর হবে সব ক্লেদ
উঠবে জেগে হাসনাহেনা গোলাপের সংবেদ।।