কলম্বিয়ান চলচ্চিত্র উৎসবে লড়বে ইরানের ‘মাইগ্রেন্টস’
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২৩

কলম্বিয়ার দশম আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগে দেখানো হবে ইরানি পরিচালক মাসুদ আহমাদির ‘মাইগ্রেন্টস’। চলচ্চিত্র উৎসবটি ১০ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
‘মাইগ্রেন্টস’ চলচ্চিত্রে ১৫ জন ভিন্ন ব্যক্তির অনুসরণ করা হয়েছে। তবে এতে তাদের গল্প তুলে ধরা হয়নি। চলচ্চিত্রটিতে অভিবাসনের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটি প্রতিযোগিতা করবে চীনের ওয়াং কিয়াং-এর ‘দ্য ফার্থেস্ট ডিসটেন্স ইন দ্য ওয়ার্ল্ড’, ইন্দোনেশিয়ার থিও রুমানসারাল রোমের ‘অর্পা’, সিরিয়ার রেগার আজাদ কায়ার ‘হোয়েন দ্য সিডলিং গ্রো’ এবং আর্জেন্টিনার পেড্রো ওয়ালেসের ‘দ্য প্রেগন্যান্ট’ এর সাথে। সূত্র: তেহরান টাইমস।