বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কলকাতা চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড পেল ‘কুপাল’

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৭ 

news-image

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ইরানি ফিচার চলচ্চিত্র ‘কুপাল’।  চলচ্চিত্র উৎসবটির এবারের ২৩তম আসরে এই পুরস্কার লাভ করে পরিবেশ বিষয়ক ছবিটি।

‘কুপাল’ লেখা ও পরিচালনা করেছেন চলচ্চিত্রকার কাজেম মোল্লায়ি।  ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শীত হয় এবং জুরি অ্যাওয়ার্ড লাভ করে।এর আগে কুপাল যৌথভাবে পোলিশ ছবি বার্ডসের সঙ্গে জুরি অ্যাওয়ার্ড লাভ করে।

এছাড়া ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘কুপাল’।এ বছরে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশ্ব চলচ্চিত্র বিভাগে বিভিন্ন দেশের ২০টি ছবি দেখানো হবে। এরমধ্যে মাত্র দশটি ছবি উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতা করবে।

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ষষ্ঠ আসর নয়াদিল্লিতে ৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।ইরানি ছবি ‘কুপাল’ এর আগে কলোম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত বোগোটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির আওয়ার্ড জয়লাভ করে।

চলচ্চিত্রটি পরিবেশ ও প্রাণীর সুরক্ষা নিয়ে নির্মিত।  এতে ড. আহমাদ কুপাল নামে কেন্দ্রীয় চরিত্রের এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটির উল্লেখ্যযোগ্য অভিনেতারা হলেন- লেভোন হাফতভান, নাজানিন ফারাহানি, পুরিয়া রাহিমি, হোসেইন শামসাবাদি, ভাহান, সেলিমজাদেহ ও মিত্র আসিয়ায়ি। সূত্র: মেহের নিউজ।