রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কলকাতা উৎসবে লড়বে ইরানের ‘অ্যা হিরো’সহ তিন ছবি

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২২ 

news-image

ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২৭তম আসরে প্রদর্শিত হবে ইরানি সিনেমা “নাইনটিন”, “ফেমিনিটি” ও  “অ্যা হিরো”।মনিজেহ হেকমত পরিচালিত “নাইনটিন” এবং মহসেন ওস্তাদ-আলি পরিচালিত “ফেমিনিটি” উৎসবের আন্তর্জাতিক বিভাগে দেখানো হবে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র ইভেন্ট আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে।“ফেমিনিটি”তে (“জানানেগি”) পাঁচজন নারীর গল্প তুলে ধরা হয়েছে। তারা হলেন- সানাজ, সাদেহ, তালা, লাদান এবং বেহেশতে। প্রত্যেকের জীবনে একটি অনন্য গল্প রয়েছে, তবে একটি বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে। পছন্দ করে বা জোর করে হোক তারা সবাই তেহরানের দক্ষিণ-প্রান্তে একটি নারী আশ্রয়কেন্দ্রে বাস করে। কিন্তু এখন তারা সকলেই তাদের জীবনকে আরও ভালোভাবে পরিবর্তন করতে চায়, এমনকি তা সামান্য সময়ের জন্য হলেও।দুইবারের অস্কার বিজয়ী আসগর ফারহাদি পরিচালিত ‘অ্যা হিরো’ উৎসবের সিনেমা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলচ্চিত্রটি এর আগে ৯৪তম অস্কার এবং ৭৯তম বার্ষিক গোল্ডেন গ্লোব পুরস্কারে অ-ইংরেজি ভাষার বিভাগে সেরা ছবির সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়। সূত্র: তেহরান টাইমস।