বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা সংশ্লিষ্ট পণ্য রপ্তানিতে ইরানের অর্থ বরাদ্দ

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২০ 

news-image

দেশের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উদ্ভাবিত করোনাভাইরাস সংশ্লিষ্ট পণ্যসামগ্রী বিদেশে রপ্তানিতে সহায়তায় ৩৩ দশমিক ৩ মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে ইরান। দেশটির জাতীয় উদ্ভাবন তহবিলের প্রধান আলি ভাহদাত এই তথ্য জানান।

ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দেশের দক্ষ বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে করোনাভাইরাস মোকাবেলায় ব্যবহারযোগ্য পণ্য দ্বিতীয়বার বিদেশে রপ্তানিতে সাহায্য করার জন্য পরিকল্পনা চলছে।

আলি ভাহদাত আশা প্রকাশ করেন, এসব বিজ্ঞানভিত্তিক পণ্য বিদেশে রপ্তানিতে বড় ধরনের পদক্ষেপ নেয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।