করোনা মোকাবেলায় সব দেশকে সহায়তায় প্রস্তুত ইরান
পোস্ট হয়েছে: মে ৭, ২০২০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় বিশ্বের অন্যান্য সব দেশকে প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি একথা জানিয়েছেন।
বুধবার হ্যাশট্যাগ #স্ট্রংগারটুগেদার দিয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘কোভিড-১৯ মোকাবেলায় ইরান অগ্রগতি লাভ করেছে। সেজন্য পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফ কোভিড-১৯ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম সব দেশে সরবরাহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’’
মুসাভি আরও বলেন, ‘‘ইরান সংহতির ইঙ্গিত হিসেবে আফগানিস্তান, লেবানন ও জার্মানিতে সম্প্রতি মেডিকেল টিম পাঠিয়েছে। প্রয়োজনে সব দেশের প্রতি ইরান তার সহযোগিতার হাত সম্প্রসারিত রাখবে।’’
ইরান করোনাভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতিতে স্বনির্ভরতা অর্জন করেছে। দেশটি এখন এসব পণ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম। সম্প্রতি জার্মানিতে ৪০ হাজার করোনা শনাক্তকরণ কিটের প্রথম চালান পাঠিয়েছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।