করোনা মোকাবেলায় শত পণ্য উৎপাদন ইরানের
পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২০
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ইরানে গত নয় মাসে একশ পণ্য উৎপাদন করা হয়েছে। এই তথ্য জানান দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভায়েস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তর।
জানা যায়, জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তর করোনা চিকিৎসার সব পণ্য উৎপাদনে আন্তরিকভাবে সহায়তা করছে এবং প্রাণঘাতি রোগটি নিয়ন্ত্রণে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে।
জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের উদ্যোগে ফেস মাস্ক, অ্যালকাহোল-ভিত্তিক জীবাণুনাশক, ভেন্টিলেটর, বিরূপ প্রভাব ও ফুসফুস প্রদাহ কমানোর সংশ্লিষ্ট সব ওষুধ উৎপাদন করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।