করোনা মহামারীর মধ্যে প্রতীকীভাবে আল-কুদস দিবস পালন করবে ইরান
পোস্ট হয়েছে: মে ১৭, ২০২০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তার দেশে যে সব স্থানে করোনাভাইরাসের ঝুঁকি কম সেসব স্থানে এবার আল-কুদস দিবস পালন হবে জুম্মার নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে। ফার্স নিউজ
প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ২১৮টি শহরে এবার আল-কুদস দিবস পালন হবে এবং এসব শহরকে করোনাভাইরাসে ঝুঁকি কম বলে সাদা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুম্মার নামাজে অংশ নেয়ার আগে সব ধরনের পরিচ্ছন্নতা ও পরিশোধকের ব্যবস্থা থাকবে। তেহরান শহরে র্যালি বের হবে প্রতীকীভাবে।
তেহরান শহরে প্রতীকী মটরকারের শোভাযাত্রা পরিচালনা করবে ইসলামিক রেভলিউশান গার্ড। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আগামী ২২মে দিবসটি উপলক্ষে বক্তব্য রাখবেন।
করোনাভাইরাসের কারণে এবার ইরানে আল-কুদস দিবসের র্যালি বাতিল করা হয়েছে। সাইবারস্পেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি উপলক্ষে থাকবে নানা আয়োজন।