করোনা ভ্যাকসিন তৈরিতে কিউবাকে সহযোগিতা করছে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২১

কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে কিউবাকে সহযোগিতা করছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরান খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, দেশটি বাইরের একটি দেশ থেকে ভ্যাকসিন ক্রয় করবে। পাশাপাশি বিশ্ব স্থ্যাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে অংশ নেবে।
জাহানপুর বলেন, ইরানের পাস্তুর ইন্সটিটিউট টিকা ক্রয়ের পাশাপাশি কিউবার একটি কোম্পানির সাথে যৌথভাবে কোভিড-১৯ ভ্যাকাসিন তৈরি করতে যাচ্ছে। ইতোমধ্যে কিউবায় ভ্যাকসিনটির মানব পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, পাস্তুর ইন্সটিটিউটের তত্বাবধানে কিউবায় দ্বিতীয় ধাপে টিকাটির মানব ট্রায়াল চলছে। দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলে তৃতীয় ধাপ ইরানে বাস্তবায়ন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।