রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা ভ্যাকসিন উৎপাদনে সহযোগিতা করছে তেহরান-মস্কো

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০২০ 

news-image

রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে তেহরান ও মস্কো সহযোগিতা করছে। শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জালালি বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে ইরান ও রাশিয়া সহযোগিতা করছে এবং এই নিয়ে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা চলমান রয়েছে।

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ২০১৫ ইরান পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে। এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।