মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা প্রতিরোধে প্রধান ভূমিকা রাখছে ইরানি কোম্পানি

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২০ 

news-image

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি বলেছেন, দেশের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার হামেদানে বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাত্তারি বলেন, কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে মহামারি প্রতিরোধে ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো দেশকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই খাতের কোনো পণ্যই রপ্তানি করেনি। ইরান এই সময়ে মাস্ক, মেডিকেল সরঞ্জাম ও ভেন্টিলেটর দেশীয়ভাবে উৎপাদন করেছে। একটি ভেন্টিলেটরও বিদেশ থেকে আমদানি করতে হয়নি। দেশের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি কয়েকটি নতুন ওষুধ উৎপাদন করেছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।