মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনা পরীক্ষার কিট রপ্তানিতে নজর ইরানি কোম্পানির

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২০ 

news-image

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কার্যালয়ের মহাপরিচালক হোসেইন ভাতানপুর বলেছেন, দেশীয় চাহিদা পূরণ করে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট বিদেশে রপ্তানি করার বিষয়টি বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর এজেন্ডায় সবার শীর্ষে স্থান দেয়া হয়েছে।

শনিবার আইআরএনএ কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তকরণ কিটের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করার প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল অগ্রাধিকার রয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স পেয়ে থাকলে বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো তাদের কোভিড-১৯ শনাক্তকরণ কিট সংশ্লিষ্ট পণ্যগুলো বিদেশে রপ্তানি করতে পারবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।