শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা: ইরানে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ ভাগ রোগী

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

ইরানে নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের ৩৫ ভাগ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এই খবর দিয়েছে তেহরান টাইমস।

ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, দেশে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৬ জন। এদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ১৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। রোববার ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রী জানান, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে ৭৪৩জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৯৪ জন।

ইরানের তেহরান, কোম ও মাজান্দারান প্রদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই তিন প্রদেশে যথাক্রমে ১ হাজার ৮০৫, ৬৮৫ ও ৬২০জন করোনা আক্রান্ত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।