ইরানজুড়ে এবার যেভাবে পালিত হবে বিশ্ব কুদস দিবস
পোস্ট হয়েছে: মে ১৬, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/05/3442416.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সব শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব কুদস দিবসের মিছিল। এজন্য প্রতিবারের মতো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে এবারের করোনা পরিস্থিতির কারণে বিকল্প উপায়ে দিবসটি পালনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ৪ মে ইসলামি উন্নয়ন সমন্বয় কাউন্সিলের উপপ্রধান নোসরাতোল্লাহ লোতফি এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের ক্ষেত্রে যেসব শহর ‘হোয়াইট জোন ক্যাটাগরি’তে পড়েছে তথা ঝুঁকিমুক্ত অঞ্চল হিসেবে বিবেচিত হয় সেসব শহরে গাড়িতে করে কুদস দিবসের মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে শোভা পাবে ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের পতাকা। থাকবে নানা ধরণের প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য লেখা থাকবে।
এছাড়া ইরানের বাকি শহরগুলোতে ভার্চুয়াল মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রতিবছর রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়। এদিনের মিছিলে ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বব্যাপী সমর্থন জানানো হয় এবং ফিলিস্তিনে ইসরাইলি জবর-দখলের বিরোধিতা করা হয়। ১৯৭৯ সালে এই দিবস চালু করেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (র)। সেই থেকে ইরানের ইসলামী নেতৃবৃন্দ ইহুদিবাদী দখলদারদের কবল থেকে ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করতে বিশ্বব্যাপী এই দিবস পালনে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশ্বের মুসলিম-অমুসলিম বহু দেশের বিভিন্ন শহরে মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে অনেক ইহুদিও অংশ নিয়ে থাকেন। সূত্র: তেহরান টাইমস।