বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা অ্যান্টিবডি র‌্যাপিড টেস্ট কিট উৎপাদন করছে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০ 

news-image

মারণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আরও একধাপ এগিয়ে গেল ইরান। করোনা সংক্রামিত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করতে র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট তৈরি করেছে দেশটি। এই টেস্ট কিট এর মাধ্যমে কম সময়ে বেশি মানুষকে পরীক্ষা করা যাবে। বাজারে শিগগিরই পাওয়া যাবে ইরানের উৎপাদিত টেস্ট কিটটি। ইরানের করোনাভাইরাস দমন ও প্রতিরোধ বিষয়ক সদরদপ্তরের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর রোববার এই তথ্য জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ইরানি বিশেষজ্ঞ ও জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর প্রচেষ্টায় অ্যান্টিবডি শনাক্তের ভিত্তিতে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার র‌্যাপিড টেস্ট কিট শিগগিরই বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। এর মাধ্যমে কম সময়ে স্বল্প খরচে এবং সর্বব্যাপী শনাক্তকরণ পদ্ধতিতে করোনা শনাক্ত করা যাবে।

তিনি জানান, বিশ্বে করোনাভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। এই মহামারি প্রতিরোধের সর্বোত্তম পথ হলো কোভিড-১৯ অ্যান্টিবডি র‌্যাপিড টেস্ট কিট ব্যবহার করা। এতে করে কাজকর্ম ও সামাজিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।