বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনায় বন্ধের চার মাস পর ইরানে পুনরায় চালু হলো সিনেমা হল

পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০ 

news-image

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ চারমাস বন্ধ থাকার পর  ইরানে পুনরায় চালু হয়েছে সিনেমা হলগুলো।  

কার্যক্রমে ফেরার শুরুতেই রুপালি পর্দায় দেখানো হবে দেশটির দুই চলচ্চিত্র। এর একটি হলো- চলচ্চিত্রকার পেইমান কাসেমখানির কামেডি ছবি ‘গুড, ব্যাড, গারিশ ২: দ্যা সিক্রেট আর্মি’। অপরটি হচ্ছে মোহাম্মাদ কার্ত পরিচালিত  প্রথম ছবি ‘বাটারফ্লাই সুইমিং’। এই ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটছে।

এরআগে জুনের শুরুতে করোনাভাইরাস দমন ও প্রতিরোধ সদরদপ্তরের এক বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ম্যুভি থিয়েটার ও কনসার্ট হলগুলো তাদের কার্যক্রম শুরু করবে। সক্ষমতার অর্ধেক দর্শক নেয়া যাবে। সূত্র: তেহরান টাইমস।