করোনায় ক্ষতিগ্রস্ত পর্যটন খাতে ইরানের বরাদ্দ ১.৭ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১

করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসার সহায়তায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ দিয়েছে ইরান। দেশটির জাতীয় বাজেট বিলে আগামী ইরানি বছরের (২০ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) জন্য এই বাজেট বরাদ্দ দেয়া হয়েছে।
শনিবার ইরানের পর্যটনমন্ত্রী আলি আসগার মুনেসান বলেন, পার্লামেন্টে বাজেটটি অনুমোদন দেয়া হলে পর্যটন শিল্পের বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে। আগের মাসগুলোতে করোনা ভাইরাস মহামারির কারণে যে বড়সড় ধাক্কা খেয়েছে পর্যটন খাত তা কাটিয়ে ওঠা হবে। খবর ইরনার।
পর্যটন মন্ত্রী বলেন, কঠোর অর্থনৈতিক চাপ ও অবরোধ সত্বেও ইরান সরকার পর্যটনের সব খাতকে ভালোভাবে সহায়তা করে আসছে। সূত্র: তেহরান টাইমস।