শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনার কয়েকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯২ ভাগ কার্যকর ইরান-কিউবার টিকা

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২১ 

news-image

কোভিড-১৯ এর কয়েকটি ভ্যারিয়েন্টের  বিরুদ্ধে উচ্চমাত্রায় কার্যকর ইরান ও কিউবার যৌথভাবে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন। ইরানের পাস্তুর ইন্সটিটিউটের প্রধান আলিরেজা বিগলারি জানান, ইরান ও কিউবার যৌথভাবে উৎপাদিত করোনা ভ্যাকসিন একমাত্র ভ্যাকসিন যা কয়েকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উচ্চমাত্রায় কার্যকরভাবে লড়তে সক্ষম।

রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তেহরানে কিউবার ফিনলেই ইন্সটিটিউট অব ভ্যাকসিন এর পরিদর্শন প্রধানকে সঙ্গে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

বিগলারি বলেন, কোভিড-১৯  এর ক্যালিফোর্নিয়া ও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট সবচেয়ে ভয়াবহ ভ্যারিয়েন্ট । বিশ্বে বর্তমানে প্রাপ্তিসাধ্য অধিকাংশ টিকা দিয়ে এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়া খুবই কঠিন। সৌভাগ্যবশত ইরান ও কিউবার যৌথ উৎপাদিত টিকা এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯১ দশমিক ২ শতাংশ কার্যকর এবং সহজেই মোকাবেলা করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।