করোনার ওষুধ তৈরির প্রযুক্তিগত কৌশল অর্জন করলো ইরান
পোস্ট হয়েছে: মে ১৭, ২০২০

নভেল করোনাভাইরাসের ওষুধ তৈরির প্রযুক্তিগত কৌশল ও জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে ইরানের গবেষকরা। মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ কে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যপ্রযুক্তি দপ্তরের মহাপরিচালক হোসেইন ভাতানপুর।
তিনি বলেন, করোনার ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল তথা পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি ইতিবাচক ফল নিশ্চিত করবে এবং ওষুধগুলি ইরানি খাদ্য ও ওষুধ প্রশাসন (আইএফডিএ) থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করবে তত দ্রুতই কাঁচামাল ও করোনাভাইরাস ওষুধ উৎপাদনের প্রাথমিক পদক্ষেপ নেয়া হবে।
ভাতানপুর বলেন, এসব ওষুধের গণউৎপাদন কঠোরভাবে নির্ভর করছে জাতীয় করোনাভাইরাস দমন ও প্রতিরোধ সদর দফতরের বৈজ্ঞানিক কমিটির অনুমোদন সেইসাথে ইরানি খাদ্য ও ওষুধ প্রশাসনের লাইসেন্স লাভের ওপর। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।