মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনার ওপর আন্তর্জাতিক গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন ইরানে

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২১ 

news-image

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ওপর সংক্ষিপ্ত গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে ইরানি একটি প্রতিষ্ঠান। ইরান বুক অ্যান্ড লিটারেচার হাউজ এই প্রতিযোগিতা শুরু করেছে। শনিবার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে সাংস্কৃতিক কেন্দ্রটি।

ইরান বুক অ্যান্ড লিটারেচার হাউজ বিশ্বব্যাপী ফারসি ভাষী লেখকদের গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে। প্রতিযোগিার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘দ্যা স্টোরি অব করোনা অ্যান্ড আস’।

আয়োজকরা স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতিযোগিতায় এবটি বিশেষ বিভাগ রেখেছেন। হাসপাতাল ও মেডিকেল কেন্দ্রগুলোতে কাজ করা ব্যক্তিরাই কেবল এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবে।

জুরিবোর্ডের মাধ্যমে বাছাই করা দশ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ী নির্বাচিত করা হবে। আরও দুটি গল্পকে রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারের পুরস্কার দেয়া হবে। আর স্থাস্থ্যকর্মীদের বিশেষ বিভাগ থেকে ৫জনকে সম্মাননা দেয়া হবে। সূত্র: তেহরান টাইমস।