শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনাভাইরাস সংশ্লিষ্ট উৎপাদনসামগ্রী প্রদর্শন করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০ 

news-image

আসন্ন পবিত্র রমজান মাসের পর আগামী জুনে কোভিড-১৯ সংশ্লিষ্ট উৎপাদনসামগ্রী নিয়ে প্রদর্শনীর আয়োজন করবে ইরান। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় দেশটি যেসব জিনিস উৎপাদন করতে সক্ষম হয়েছে মূলত তা নিয়েই এই প্রদর্শনীর আয়োজন করা হবে।

শনিবার ইরান ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (আইআইইসি) প্রধান নির্বাহী বাহমান হোসেইনজাদেহ এই তথ্য জানান। এসময় তিনি ইসলামি বিপ্লবের নেতার সাম্প্রতিক দিক-নির্দেশনাগুলো তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান কোভিড-১৯ সংকটের সময় দেশ যেসব জিনিস উৎপাদন করতে সক্ষম হয়েছে রমজান মাসের পর আগামী জুনে সেসব উৎপাদনসামগ্রী নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।