বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনাভাইরাস মোকাবেলায় ইরানি কার্টুনিস্টের শিল্পকর্ম

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২০ 

news-image

আটলান্টাভিত্তিক প্রখ্যাত ইরানি কার্টুনিস্ট ও ইলুস্ট্রেটর হামিদ বাহরামি। বিশ্বে ছড়িয়ে পড়া নতুন মহামারি করোনাভাইরাস মোকাবেলায় শিল্পকর্ম তৈরি করেছেন তিনি। তার আঁকা নতুন কার্টুনের নাম দিয়েছেন ‘‘ওয়ার্ল্ড, গো ওয়াশ ইয়র হ্যান্ডস!’’

হামিদ বাহরামি তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে শিল্পকর্মটি প্রকাশ করেছেন। যেখানে তিনি করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে মূল চিকিৎসা সেবা তুলে ধরেছেন।

কার্টুনে করোনাভাইরাস আকৃতির ঘূর্ণায়মান একটি বোলিং বলের দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। বলটি চারদিকে থাকা মাস্ক পরিহিত পিনসমূহের দিকে ঘুরতে থাকে। এসব পিনের মধ্যে একটি পিন কাঁদতে কাঁদতে বলতে থাকে ‘‘ইফ জাস্ট আই ওয়াশড মাই হ্যান্ডস!’’  

বাহরামি এক সাক্ষাতকারে বলেন, আমি সংবাদ পড়ার মধ্য দিয়ে দিন শুরু করি। করোনাভাইরাস নিয়ে কিছু করার উপলব্ধি করি এবং আমার দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে এটিকে অন্তর্ভূক্ত করি।
তিনি বলেন, আমার পড়া সংবাদের ওপর ভিত্তি করে আমি একটি শিল্পকর্ম তৈরি করা শুরু করি। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চিত্রায়িত করা হয়েছে।

করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়া প্রতিরোধে ইরান দেশব্যাপী সকল ধরনের শিল্প, সাংস্কৃতিক ও সিনেমাটিক ইভেন্ট বাতিল করেছে। সর্বশেষ তথ্যমতে, ৯৭৮জন ইরানি নাগরিক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৪জন। সূত্র: তেহরান টাইমস।