শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনাভাইরাস: দুই ইরানি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

পোস্ট হয়েছে: মার্চ ৫, ২০২০ 

news-image

ইরানে করোনাভাইরাসের জন্য তৈরি দেশীয় দুটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল (পরীক্ষামূলক ভাবে সেবন) শুরু হয়েছে। এলক্ষ্যে ওষুধ দুটি ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে লাইসেন্স লাভ করেছে। এই তথ্য জানিয়েছেন বাকিয়াতাল্লাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের চ্যান্সেলর ড. আলিজো জালালি।

বুধবার থেকে এসব ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ কে দেয়া ক্ষাক্ষাতকারে বুধবার ড. আলিজো জালালি বলেন, সুসজ্জিত ল্যাবে ওষুধ দুটি উৎপাদন করা হচ্ছে। এসব ওষুধ হারবাল ও স্প্রে আকারে প্রয়োগ করা যাবে বলে জানান তিনি।

বাকিয়াতাল্লাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের বলেন, ওষুধ দুটি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য নয়। তবে ‘কোভিড-১৯’ আক্রান্ত ব্যক্তিদের রোগ উপশমে কার্যকরভাবে এটা সাহায্য করতে পারে।
 
ওষুধ দুটির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে দুই বা তিন মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনীয় লাইসেন্সপ্রাপ্তির পর ওষুধ দুটি বাজারে ছাড়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।