বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনাভাইরাস গবেষণা প্রকল্পে বিশ্বে তৃতীয় স্থানে ইরান

পোস্ট হয়েছে: মে ৪, ২০২০ 

news-image

বিশ্বে করোনাভাইরাসের ওপর পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের সংখ্যায় তৃতীয় স্থান অধিকার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির গবেষকরা এ পর্যন্ত করোনাভাইরাস সংশ্লিষ্ট ১ হাজার ২শ’র অধিক প্রকল্প পরিচালনা করেছে। শুক্রবার ইরানের উপসস্বাস্থ্যমন্ত্রী রেজা মালেকজাদেহ এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা আইএসএনএ মন্ত্রীর বরাতে জানিয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গবেষণা কার্যক্রম পরিচালনায় দেশের সব গবেষকরা হাতে হাত রেখে কাজ করেছে। যার ফলে গত দেড় মাসে ১২শ গবেষণা প্রকল্প চলমান রয়েছে।

তিনি জানান, করোনাভাইরাসের ওপর গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা স্বল্প সময়ের মধ্যে দারুণ সব বৈজ্ঞানিক পণ্য তুলে  ধরেছি। বর্তমানে দেশে পরিচালিত করোনাভাইরাস গবেষণার অধিকাংশই ইন্টারভেনশনাল স্কিমের আওতায়। এর মধ্যে ৩৫টি স্কিম কোভিড-১৯ এর কার্যকর চিকিৎসা উদ্ভাবন করছে বলে জানান ইরানি এই মন্ত্রী। সূত্র: তেহরান টাইমস।