করোনাভাইরাসে স্কুল বন্ধ: ইরানে টিভি চ্যানেলে পাঠদান অব্যাহত
পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3403596.jpg)
করোনাভাইরাস মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় টিভি চ্যানেলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান। দেশটির দুটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ক কর্মসূচি সম্প্রচার করছে। সোমবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।
আমুজেশ (এডুকেশন) চ্যানেল শনিবার থেকে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রোগ্রাম সম্প্রচার শুরু করেছে। এই তথ্য জানিয়ে চ্যানেলটির পরিচালক মাসুদ আহমাদি বলেন, চ্যানেল ফোর নামে অপর একটি চ্যানেলও শিক্ষা বিষয়ক প্রোগ্রাম সম্প্রচার করছে।
তিনি জানান, প্রথম ধাপে রাষ্ট্রীয় এই দুই চ্যানেল ১০ থেকে ১২টি শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যে এই প্রোগ্রাম সংখ্যা চল্লিশে গিয়ে পৌঁছবে।
মাসুদ আহমাদি আরও জানান, আরেকটি চ্যানেলে শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য বিশেষত স্বাস্থ্য সমস্যার সমাধান বিষয়ে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ইরানি নওরুজের (নববর্ষ) ছুটি শেষ হলে আরেকটি টিভি চ্যানেলে শিক্ষা প্রোগ্রাম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।